একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কি‌শোরগঞ্জ‌
প্রকাশিত: ১২:৪০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি।

কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী উপ‌জেলার মা‌নিকখালী রেল‌স্টেশ‌নে সিগন্যাল ভুল ক‌রে একই লাই‌নে দুটি যাত্রীবাহী ট্রেনের মু‌খোমু‌খি হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে এ‌তে অ‌ল্পের জন্য বড় ধর‌নের দুর্ঘটনা থে‌কে রক্ষা পে‌য়ে‌ছেন ট্রে‌নের যাত্রীরা।

বুধবার রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-ভৈরব রু‌টের মা‌নিকখালী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘ‌টে।‌

কি‌শোরগঞ্জ জিআর‌পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।‌

তি‌নি জানান, ময়মন‌সিংহ থে‌কে ঢাকাগামী ২৪৪ ডাউন লোকাল ট্রেনটি মা‌নিকখালী স্টেশ‌নের ২ নম্বর লাই‌নে দা‌ঁড়ি‌য়ে ছিল। ঢাকা থে‌কে কি‌শোরগ‌ঞ্জের উ‌দ্দে‌শে ছে‌ড়ে আসা ৭৪৯ এগার‌সিন্ধুর গোধূ‌লী ট্রেন‌কে একই লাই‌নে প্র‌বে‌শের সিগন্যাল দেন লাইনম্যান আসাদ।

স্টেশ‌নে প্র‌বে‌শের সময় একই লাই‌নে আরেক‌টি ট্রেন দাঁড়া‌নো দেখে এগার‌সিন্ধুর ট্রে‌নের চালক প্রায় কাছাকা‌ছি অবস্থায় ট্রেন থামা‌তে সক্ষম হন। এ সময় দুই ট্রে‌নের যাত্রীরা ভ‌য়ে চিৎকার শুরু ক‌রেন।

অব‌শে‌ষে নির্ধা‌রিত সম‌য়ের এক ঘণ্টা পর গন্ত‌ব্যে ছে‌ড়ে যায় ট্রেন দুটি। লাইনম্যা‌নের ভুল সিগন্যা‌লে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।