বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ৩ লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০

মাদারীপুর শিবচরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘর ও ঘরে থাকা নগদ তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দ্বিতীয়খন্ড শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

Madaripur01

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, রাত ১টার দিকে উপজেলার দ্বিতীয়খন্ড শিকদারকান্দি গ্রামে অলি মিয়া শিকদারের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে দুটি বসতঘর পুড়ে যায়। ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ নগদ তিন লাখ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বালা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।