পাবনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

পাবনার আতাইকুলা উপজেলায় শুক্রবার ভোরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার ভোররাতে পাবনা ঢাকা মহাসড়কের আতাইকুলা মধুপুরে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ পাওয়া গেছে। আহতদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সবাই ব্যবসা করেন। পাবনার হাজির হাটে মাল কেনার জন্য যাচ্ছিলেন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।

পাবনা সদর হাসপাতালেরর জরুরি বিভাগের দায়িত্বরত মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে আরও একজন নিহত হয়েছেন। আহত তিনজনের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে একজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।