এমপির পিএ'র নেতৃত্বে মালিককে কুপিয়ে ঘের দখল, মামলা দায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীর স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) তারিকুলের নেতৃত্বে মাছের ঘের দখল করতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘের মালিকসহ তিনজনকে আহতের ঘটনায় শাহিন মৃধা (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নলুয়াবাগি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে আহতের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান বাদী হয়ে মহিপুর থানায় তারিকুলকে প্রধান আসামি করে ও ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মহিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুবুর রহমান জানান, আহতের বাবা মাহবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সকালে নলুয়াবাগি এলাকার বাসিন্দা কাওসার মৃধার ছেলে শাহিনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কাউয়ার চর এলাকায় পটুয়াখালীর মহিপুরের সরকার স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব এমপির পিএ তারিকুলের নেতৃত্বে মাছের ঘের দখল করতে গিয়ে ঘের মালিকসহ তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।