বাংলাবান্ধা সীমান্তে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০১ মার্চ ২০২০

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত থেকে নিখোঁজের ৫ দিন পর মোস্তাফা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ওই সীমান্তের মহানন্দা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার নফিজ উদ্দিনের ছেলে মোস্তাফা গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে সীমান্ত ঘেঁষা মহানন্দা নদীর পাড়ে লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মোস্তাফা পেশায় একজন কুলি ছিলেন। তবে পরিবারের দাবি, তাকে বিভিন্নভাবে খোঁজা হয়েছিল।

শালবাহান ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান লিটন বলেন, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহালের সময় উপস্থিত ছিলাম। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে তার পকেট থেকে ভারতীয় পাতার বিরি পাওয়া গেছে।

তেঁতুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আবু সাঈদ চৌধুরী বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে সনাক্ত করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সফিকুল আলম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।