পঞ্চগড়ে আহমদীয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০১ মার্চ ২০২০

পঞ্চগড়ে পুলিশি নিরাপত্তায় আহমদীয়া মুসলিম জামাতের ৯৬তম বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) শহরের উপকণ্ঠে আহমদ নগর এলাকায় এই জলসার আয়োজন করা হয়।

বিকেলে জাতীয় পতাকা ও আহমদীয়া মুসলিম জামাতের পতাকা উত্তোলন এবং দোয়ার মধ্য দিয়ে জলসার উদ্বোধন করেন সম্প্রদায়টির পঞ্চম খলিফার প্রতিনিধি আব্দুল মাজেদ তাহের।

জলসায় আহমদীয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমীর আব্দুল আউয়াল খান চৌধুরী, মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর আহমদ তবশীর চৌধুরী, আহমদীয়া মুসলিম জামাত নায়েব ন্যাশনাল আমীর অধ্যাপক মীর মুবাশ্বের আলী, অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস বিন তারিক, শেখ মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।

আহমদীয়া মুসলিম জামাতের প্রেস ও মিডিয়া পরিচালক আহমদ তবশির চৌধুরী জানান, শত বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আহমদীয়া মুসলিম জামাত শান্তিপূর্ণভাবে বার্ষিক জলসা করে আসছে। আহমদীয়া সদস্যদের আত্মিক উন্নতি, তাকওয়া, খোদাভীতি, পরহেজগার, সহানুভূতি, পারস্পরিক ভালবাসা ও ভ্রাতৃত্ববোধ, নম্রতা, বিনয় ও সততা সৃষ্টির লক্ষ্যে এ জলসার আয়োজন করা হয়। এখানে জলসা উপলক্ষে ৬৫ ভাষায় অনুবাদ করা পবিত্র কোরআনের বিরল এক প্রদর্শনীর আয়োজন করা হয়।

সফিকুল আলম/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।