বাবাকে খুন করে ঘরে তালা দিল ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০২ মার্চ ২০২০

পাবনা সদর উপজেলার চরসাধুপাড়া এলাকায় মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে আলাল প্রামাণিক (৫৭) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার (২ মার্চ) ওই এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলাল প্রামাণিক চরসাধুপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। মাদক সেবনও করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার (১ মার্চ) রাতে বাবা-ছেলে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর হোসেন কাঠের বাটাম দিয়ে তার বাবা আলাল প্রামাণিকের মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এরপর ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়ে ছেলে আলমগীর। সকালে স্থানীয়রা টের পেয়ে ছেলে আলমগীরকে আটক করে থানায় খবর দেন।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে।

একে জামান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।