ভৈরবে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৩ মার্চ ২০২০

ভৈরবে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০২ মার্চ) গভীর রাতে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বাসে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ফিডার দুলালের ছেলে বিজয় (২২), কুলিয়ারচর এলাকার খিদিরপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে সফিকুল ইসলাম (২২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পানিশ্বর এলাকার আশিক (১৯), ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ জয় (১৯) ও একই এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে জাকারিয়া (২০)।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টায় ভৈরবপুর উত্তরপাড়া রমজান মিয়ার বাড়িসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত অপরাধী ও ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করে যাচ্ছে তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।