অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুজনের মৃত্যু, গাড়িতে আগুন দিল এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৭ মার্চ ২০২০

দিনাজপুরের বিরলে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে অ্যাম্বুলেন্সটিতে অগ্নিসংযোগ করেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিরল উপজেলার চককাঞ্চন নতুনপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে লাবু (২৩) ও তেঘড়া শাহাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রাব্বি (২৫)।

jagonews24

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে ধুকুরঝাড়ী বাজারে যাওয়ার সময় দিনাজপুরগামী একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই লাবু ও রাব্বি নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে এলাকাবাসী রাস্তা অবরোধ করে এবং অ্যালেন্সটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল।

বিরল থানা পুলিশের ওসি শেখ নাসিম হাবিব বলেন, ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।