বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই বাসের সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ মার্চ ২০২০
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সবুর হোসেন (৪০) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সদর উপজেলার সায়দাবাদ এলকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে পাবনাগামী সি-লাইন পরিবহনের একটি বাস সয়দাবাদ এলাকায় উল্টোপথে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গ্রামীণ ট্রাভেলসটি পাশের রেলপথের দিকে উল্টে পড়ে এবং সি-লাইন রোড ডিভাইডারে এসে ধাক্কা দেয়।

খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রামীণ ট্রাভেলসের চালক সবুর মারা যান।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।