করোনাভাইরাস: পটুয়াখালী হাসপাতালে আইসোলেশন ইউনিট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৯ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে পাঁচ শয্যার একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। এখানে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসক-নার্সদের সুরক্ষা নিশ্চিত করে সেবার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) দুপুরে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবদুল মতিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

korona

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালের নিচে জরুরি বিভাগে পাঁচ শয্যার একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। সেখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য সবকিছু রাখা হয়েছে। যেহেতু এটি নতুন ব্যাধি সেহেতু এটির ওষুধ নেই। তবে হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্টাফদের বিষয়টি অবহিত করা হয়েছে।

korona

পটুয়াখালীর সিভিল সার্জন চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে পটুয়াখালীতে একটি র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। যার সভাপতি জেলা প্রশাসক ও সাধারণ সম্পাদক সিভিল সার্জন। এটি ১১ সদস্য বিশিষ্ট টিম। করোনা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন টিমের সদস্যরা।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলার ১০০ শয্যা অস্থায়ী হাসপাতাল নির্ধারণ করে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে শয্যা বাড়ানো হবে। করোনা প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।