এমপি মমতাজকে নিয়ে স্ট্যাটাস দেয়ায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৯ মার্চ ২০২০
প্রতীকী ছবি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাছুম বিল্লাহ সোহাগ নামে সাতক্ষীরার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) মধ্যরাতে জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক মাছুম বিল্লাহ সোহাগ পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ফেসবুকে এমপি মমতাজ বেগমকে উদ্দেশ করে আপত্তিকর স্ট্যাটাস দেন মাছুম বিল্লাহ। এ ঘটনায় মমতাজ বেগমের পক্ষে সিংগাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান সিংগাইর থানায় গত ৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

তিনি বলেন, ওই মামলায় সিংগাইর থানা পুলিশ মাছুম বিল্লাহকে গ্রেফতার করে নিয়ে গেছে। সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার এ অভিযানে নেতৃত্ব দেন।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।