ক্লাস ফাঁকি দিচ্ছেন শিক্ষকরা, প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৯ মার্চ ২০২০

নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কলিম উদ্দিন ও তার সহযোগী কয়েকজন শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতি এবং ক্লাস ফাঁকির বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে শহরের মাদরাসা মোড়ে কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী সাকিল মিয়া, বিজয় হোসেন, হাবিব আহসান, আজিজুল ইসলাম, সরল হোসন ও নিলয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কলিম উদ্দিন যোগদানের পর কলেজের শিক্ষক ফেরদৌস নেওয়াজ ও সামায়ন হোসেনের যোগসাজশে নানা ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন।অনুমোদনহীন কোর্স ও কোচিং পরিচালনা করছেন তারা। নিয়মিত তারা ক্লাস না নেন না। টিচিং স্টাফ না হওয়া সত্ত্বেও লাইব্রেরিয়ানকে ক্লাসের দায়িত্ব দিয়েছেন; একই সঙ্গে অভ্যন্তরীণ ও বোর্ড পরীক্ষার ডিউটি দিয়েছেন তারা। এ অবস্থায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটিকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাই আমরা।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।