২০ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় বুলবুল (৫০) নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এর আগে সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে একই অপরাধে ১৯ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, বর্তমানে করোনাভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম বাড়িয়ে দেয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তারা ২০ টাকার মাস্ক ১০০-১৫০ টাকায় বিক্রি করছে। ভবিষ্যতে মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের দুর্যোগপূর্ণ পরিবেশে মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি না নেয়ার পরামর্শ দেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর