জুতার ভেতর মিলল ৫৬ লাখ টাকার স্বর্ণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১০ মার্চ ২০২০

সাতক্ষীরার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জুতার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় এক কেজি স্বর্ণের বারসহ মিলন মিয়া (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সদর উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিলন মিয়া কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের ওহাব আলীর ছেলে।

satkhira01

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে মিলন মিয়া নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে তার জুতার ভেতর বিশেষভাবে লুকানো ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ১৪৭ গ্রাম। এই স্বর্ণের বাজারমূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। আটক চোরাকারবারিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।