করোনাভাইরাসের ‘প্রতিষেধক’ বিক্রির সময় দুই যুবক ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১২ মার্চ ২০২০
করোনাভাইরাসের ‘প্রতিষেধক’ বিক্রির সময় দুই যুবক ধরা

নেত্রকোনার কেন্দুয়ায় করোনাভাইরাসের ‘প্রতিষেধক’ বিক্রির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মধুপুর গ্রামের রুবেল (২৭) ও কথিত চিকিৎসক একই জেলার ফুলবাড়িয়া উপজেলার রাশেদুল ইসলাম (৩৫)।

আরও পড়ুন : 

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, সন্ধ্যায় দুই যুবক কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বিভিন্ন বাজারে করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে বলে মাইকিং করে ওষুধ বিক্রি করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদের আটক করা হয়। পরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের দুই বছর করে কারাদণ্ড দেন। ঘটনার মূলহোতা রুবেলকে সশ্রম ও অপরজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে তাদের কোনো জরিমানা করা হয়নি।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।