ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৩ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে শামছুল হক চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামছুল শামছুল হক চৌধুরী ওই গ্রামের সওদাগর চৌধুরীর ছেলে। এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে পরমানন্দপুর গ্রামের বাসিন্দা নূর আলী ও জয়নাল আবেদীনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে শামছুল হক চৌধুরী দৌঁড়ে নদী পার হতে গেলে পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সাত পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, পুলিশের লাঠির আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে শামছুলের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।