দুই সন্তানের মায়াও করলেন না মা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২০

ভৈরবে পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন শান্তা ইসলাম নামে এক গৃহবধূ। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ওই গৃহবধূ। দুপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শান্তা নরসিংদীর রায়পুরা উপজেলার জুয়েল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন গৃহবধূ। ওই চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার জন্য তুমি জীবন দিও না।’

স্থানীয় সূত্র জানায়, গত ৮ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে আসেন শান্তার স্বামী জুয়েল। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামে। গত কয়েক মাস ধরে ভৈরব বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন তারা। স্ত্রীর পরকীয়ার কারণে এলাকা ছেড়ে ভৈরবে বাসা নেন জুয়েল। কিন্তু এরপরও বন্ধ হয়নি পরকীয়া। অবশেষে পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেন শান্তা।

স্বামী জুয়েল মিয়া বলেন, আমাদের দুটি শিশুসন্তান রয়েছে। আমি তিন বছর ধরে সৌদিতে থাকি। প্রবাসে থাকা অবস্থায় জানতে পারি শান্তার সঙ্গে আমার এলাকার বিল্লাল নামের এক ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। পরকীয়া সম্পর্ক বাদ দেয়ার জন্য তাকে নিষেধ করলেও শোনেনি। গত জানুয়ারি মাসে দেশে বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানাই আমি। একই সঙ্গে এলাকা ছেড়ে ভৈরব বাজারে বাসা ভাড়া নিই। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়। এ সময় আমি তাকে মারধর করি। সকালে বাসা থেকে বাইরে গেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে শান্তা। আমার মেয়ে মোবাইলে বিষয়টি জানালে কাউন্সিলরকে ঘটনাটি জানাই। এরপর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গৃহবধূর মা হেলেনা বেগম বলেন, বিল্লালকে বহুবার নিষেধ করলেও শোনেনি। নিষেধ উপেক্ষা করে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে। দুদিন আগেও মেয়ে ও মেয়ের জামাইকে বিষয়টি বুঝিয়ে ঘটনাটি মীমাংসা করে গেছি। কিন্তু একই বিষয় নিয়ে গতরাতে মেয়েকে মারধর করেছে জুয়েল। এজন্য আমার মেয়ে আত্মহত্যা করেছে।

ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাহালুল খাঁন বাহার বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন গৃহবধূ। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন তিনি। সেটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।