ট্রাকের চাকায় পিষ্ট মা, অলৌকিকভাবে বেঁচে গেল কোলের শিশু
সাতক্ষীরার ভোমরা বন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবিত্রী দাশ টুকি (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার দুই বছরের মেয়ে পিংকি দাস।
গুরুতর আহত অবস্থায় শিশু পিংকিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা বন্দরের ৩নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিত্রী দাস টুকি ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দুর্গা দাশের মেয়ে। তার স্বামীর বাড়ি শহরের রাজারবাগান এলাকায়।
স্থানীয়রা জানায়, ভ্যানযোগে দুই শিশুসন্তানকে নিয়ে সাবিত্রী দাস স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। ভোমরা বন্দরের কাছে পৌঁছলে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ট্রাক পেছন থেকে তাদের ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়েন সাবিত্রী ও তার দুই মেয়ে। এ সময় সাবিত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। সাবিত্রীর কোলে থাকা শিশু পিংকি ছিটকে পড়ে অলৌকিকভাবে বেঁচে যায়। অপর ১০ বছরের মেয়েটিও সুস্থ।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বলেন, মরদেহটি উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। পিংকি নামের দুই বছরের শিশুটি একটু আহত হয়েছে। সে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম