ইউএনও ও মৎস্য কর্মকর্তাকে জেলেদের ধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:১১ পিএম, ১৪ মার্চ ২০২০
ফাইল ছবি

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে জাল জব্দকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য কর্মকর্তা ও পুলিশের সঙ্গে জেলেদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার বোরহানউদ্দিন উপজেলার মির্জা কালু স্লুইস গেট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুল সালেহ জুয়েল বলেন, শনিবার বিকেল ৩টার দিকে মৎস্য বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ও পুলিশের সহায়তায় মেঘনা নদী থেকে জেলেদের জাল জব্দ করা হয়।

এ সময় তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাহাবুদ্দিন ও কামাল মাঝির নেতৃত্বে দুই থেকে আড়াইশ জেলে আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। সেই সঙ্গে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এ অবস্থায় মির্জা কালু পুলিশ তদন্ত কেন্দ্রে, বোহানউদ্দিন থানা ও তজুমদ্দিন থানার পুলিশকে খবর দেই আমরা। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এলে জেলেদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে জেলেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চারটি ট্রলার জব্দ করা হয়। জেলেদের ছোড়া ইট-পাটকেলে আমাদের পাঁচজন শ্রমিক আহত হন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, নদীতে ফেলা নিষিদ্ধ জাল জব্দ করায় জেলেরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। তবে আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই সময় জেলেদের ধাওয়া দিলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।