করোনায় দিনাজপুর বাণিজ্য মেলা বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়াতে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল থেকে মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলা ও যেকোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি পরিহারের কারণে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পরিবেশ অনুকূলে হলে আবারও মেলার কার্যক্রম চালু হবে।

মেলা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী বলেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জনগণের স্বার্থ ও কল্যাণের জন্য সবসময় সজাগ। তাই জনস্বার্থে জনসমাগম এড়াতে বাণিজ্য মেলা বন্ধ করা হয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এ বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। করোনা পরিস্থিতি অনুকূলে এলে আবারও মেলার কার্যক্রম চালু হবে।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।