হবিগঞ্জে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল (৩৫) নামে ওই হাজতির মৃত্যু হয়।

তিনি নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের বাসিন্দা। একটি মাদক মামলায় কারাগারে আটক ছিলেন বাবুল। প্রায় একমাস আগে পুলিশ তাকে গ্রেফতার করে।

হবিগঞ্জ কারাগারের জেলার মো. জয়নাল আবেদীন ভূঞা জানান, গত শনিবার (১৪ মার্চ) রাতে বাবুল বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর অবস্থায় রোববার তাকে সিলেট পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।