খাগড়াছড়িতে আইসোলেশনে ভারতফেরত নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১১:২২ এএম, ১৭ মার্চ ২০২০
প্রতীকী ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভারত থেকে ফেরা এক নারীকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, ২/৩ দিন আগে ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন ওই নারী। আসার পর থেকে জ্বর থাকায় স্বজনরা তাকে সোমবার বিকেলে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। করোনা ভাইরাসের লক্ষণ দেখে তাকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা করে আইসোলেশন ইউনিটের নারী ওয়ার্ডে রাখা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সহযোগিতায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শেষেই নিশ্চিত হওয়া যাবে ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

এছাড়াও জ্বরে আক্রান্ত হয়ে আরেকজন পুরুষ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে যেসব লক্ষণ থাকার কথা সেগুলো নেই বলেও জানিয়েছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।