বিয়ে করে বিপাকে প্রবাসী, কনেসহ এখন হোম কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৭ মার্চ ২০২০

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের এক যুবক ফ্রান্স থেকে দেশে ফিরে সরকারি নির্দেশনা না মেনে বিয়ে করে বিপাকে পড়েছেন। ওই যুবকের বিয়ের খবর জানতে পেরে তার ওয়ালিমা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।

পাশাপাশি স্ত্রীসহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

লাখাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার জানান, ওই প্রবাসী গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। ওই সময় থেকে দুই সপ্তাহ পর্যন্ত তার বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও গত সোমবার তিনি বিয়ে করেন একই উপজেলার জিরুন্ডা গ্রামে। মঙ্গলবার দুপুরে মাসুক মিয়ার বাড়িতে ছিল তাদের ওয়ালিমা অনুষ্ঠান। উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারে।

সকালে করাব গ্রামে গিয়ে স্ত্রীসহ বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ওয়ালিমা অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।