দিনাজপুরে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু, ১৫ জন অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৭ মার্চ ২০২০
ফাইল ছবি

দিনাজপুরের সদর উপজেলায় মৌমাছির কামড়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফাসিলাডাঙ্গা গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত আব্দুর রৌফের (৫৫) বাড়ি বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়নের রবিপুর গ্রামে।

পুলিশ জানায়, ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক লোকের মৃত্যুতে জানাজা ও দাফনের জন্য তার স্বজন ও গ্রামবাসী একত্রিত হয়েছিলেন। সেখানেই গাছের ডালে একটি মৌচাক ছিল। ওই মৌচাকে উড়ে আসা একটি ঘুড়ি আঘাত করে। এতে নিচে উপস্থিত লোকজনকে আক্রমণ করে মৌমাছির ঝাঁক।

এ সময় মৌমাছির আক্রমণে আব্দুর রৌফসহ ১৬ অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসাপাতালে নেয়ার পথে আব্দুর রৌফ নিহত হন।

কোতোয়ালি থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন জানান, আহতদের উদ্ধার করে গ্রামবাসী দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রৌফ মারা যান।

এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।