টাঙ্গাইলে ইতালিফেরত মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইতালিফেরত মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা এলাকার বাসিন্দা।
ইতালিতে অবস্থানরত স্বামীর কাছ থেকে গত ৯ মার্চ দেশে ফেরেন ওই মা-মেয়ে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখে।
স্থানীয় কাউন্সিলর অজয় কুমার দে লিটন বলেন, এ নিয়ে আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সাবধানতা ও সচেতনতার সঙ্গে চলাফেরা করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ওই মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সুস্থ আছেন। ওই মা-মেয়ে ইতোমধ্যে অনেকের সংস্পর্শে চলে গেছেন। তাদেরকে সচেতনতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, ওই মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে আশপাশের জনসাধারণকে তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস