মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু, শেষবারের মতো ছেলেকে দেখতে চান মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৭ মার্চ ২০২০

মালয়েশিয়ার একটি কারখানা থেকে ঝুলন্ত অবস্থায় শের আলী মল্লিক (২৮) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কারখানায় কাজ শেষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশ।

শের আলী মল্লিক মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়া এলাকার আয়নাল মল্লিকের ছেলে। তার মৃত্যুর খবর শোনার পর বাড়িতে চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের চিরিম্যান ইন্ডাস্ট্রি এসডিএন বিএইচডি কোম্পানিতে কাজ করছেন শের আলী মল্লিক। পরিবার কখনও তাকে টাকা পাঠানোর জন্য চাপ দেয়নি। গত কয়েকদিন আগে মায়ের সঙ্গে কথা বলে টাকা পাঠিয়ে মল্লিক বলেছিলেন যেখানে থাকেন সেখানে অনেক কষ্ট হয় তার। সেখানে আর থাকতে চান না তিনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে মালয়েশিয়ার কারখানা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর আসে।

jagonews24

পরিবারের দাবি, শের আলীকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায় পরিবারের সদস্যরা। একই সঙ্গে তার মরদেহ দেশে আনার দাবি জানানো হয়। শেষবারের মতো সন্তানের মুখ দেখতে চান তার মা।

মালয়েশিয়াপ্রবাসী আব্দুর রহমান বলেন, আমি শের আলী পাশাপাশি ছিলাম। মঙ্গলবার সকালে শের আলীর কোম্পানির কর্মচারী উজ্জ্বল ও মিজান বিষয়টি আমাকে জানায়। তারা জানায় গলায় ফাঁস দেয়া অবস্থায় শের আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুনে আমি হতভম্ব হয়ে যাই। এরপর বিষয়টি শের আলীর পরিবারকে জানাই।

শের আলীর মা রানু বেগম বলেন, আমার ছেলে কয়েকদিন আগে বলেছে ওই দেশে থাকতে তার অনেক কষ্ট হয়। কি জন্য কষ্ট হয় তা বলেনি। কয়েকদিন আগেও দেশে টাকা পাঠিয়েছে শের। সে অসুস্থ ছিল না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলের লাশ চাই। শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই।

এ কে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।