করোনা সচেতনতায় বান্দরবানে পর্যটকদের নিরুৎসাহিত করার পরামর্শ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৮ মার্চ ২০২০
প্রতীকী ছবি

স্কুল-কলেজ বন্ধ ঘোষণার পর থেকে পর্যটকের মাধ্যমে করোনা ভাইরাস যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একমাত্র পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটক যাতায়াতে নিরুৎসাহিত করা হচ্ছে। ট্যুরিস্ট গাউডদেরও পর্যটকদের নিরুৎসাহিত করতে বলে দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহিদী হাসান বলেন, অফিসিয়ালি আমরা নিষেধ করিনি। কিন্তু বাইরে থেকে পর্যটক বান্দরবানে যত কম আসে ততই বান্দরবানবাসীর জন্য ভালো। স্থানীয় লোকদের কথা চিন্তা করেই এ কাজটি করা হচ্ছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দেবতাখুম পর্যটনকেন্দ্র অবস্থিত। দেবতাখুমের সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর এবং রহস্যময়। সবুজ রঙের পানি বেশ স্বচ্ছ। দুই পাশে বিশাল বিশাল পাহাড়, সব কিছু নিস্তব্ধ, এর মধ্যে দিয়ে ভেলায় ভাসা যায় দেবতাখুমে। প্রতি বছর শত শত পর্যটক বিভিন্ন মৌসুমে এই পর্যটনকেন্দ্রে ভিড় করে।

সৈকত দাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।