নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে আরও ১০, মোট ৫৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৯ মার্চ ২০২০
ফাইল ছবি

নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে বিদেশফেরত আরও ১০ জনসহ মোট ৫৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার পর দুজনকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

হোম কোয়ারেন্টাইনে নরসিংদী সদর উপজেলায় ১১ জন, পলাশ উপজেলায় তিনজন, শিবপুর উপজেলায় ১৭ জন, মনোহরদী উপজেলায় দুজন, বেলাব উপজেলায় একজন ও রায়পুরা উপজেলায় ১০ জনসহ আরও নতুন ১২ জনকে যুক্ত করা হয়েছে। তারা সবাই ইতালি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাই-ফেরত। তবে নতুন ২৪ জনের অধিকাংশই ইতালি-ফেরত।

তাদের সবাইকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

এদিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখার সুবিধা আছে। একইসঙ্গে নরসিংদীর প্রধান দুটা চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট রাখা হয়েছে। তবে জেলার দুটা প্রধান চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত কেউ ভর্তি হননি।

সঞ্জিত সাহা/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।