হোম কোয়ারেন্টাইন না মানায় ইতালি প্রবাসীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২০

বরগুনায় হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় এক ইতালি প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তাকে বরগুনার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা এ জরিমানা করেন।

ওই প্রবাসী ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা গ্রামের বাসিন্দা। করোনাভাইরাসের আতঙ্কে তিনি গত ১১ মার্চ ইতালি থেকে দেশে ফেরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, ইতালি প্রবাসী ওই যুবককে আমরা প্রথমে সতর্ক করেছিলাম। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে তিনি এক প্রকার যা ইচ্ছা তাই করেছিলেন। আইন অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।