চা বাগানে যুবকের গলাকাটা লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২০ মার্চ ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াদ এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আওয়াল মিয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আওয়াল মিয়া উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত আরিছ মিয়ার ছেলে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগির আহমেদ জানান, আওয়াল মিয়া পেশায় টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক। বুধবার দুপুরে তিনি টমটম চালাতে বাসা থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতির বিকেলে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। রাতে পুলিশ জানতে পারে সুরমা চা বাগানে হাত-পা বাধা অবস্থায় একটি গলাকাটা লাশ পড়ে আছে। পরে লাশটি আওয়াল মিয়ার বলে শনাক্ত করে তার পরিবার।

এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।