ওমান প্রবাসীকে ধরে ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় ওমান ফেরত এক প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ওই প্রবাসীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।
জানা যায়, ওই প্রবাসী ওমান থেকে দেশে ফিরে জনসম্মুখে চলাফেরা করছিলেন। খবর পেয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সত্যতা নিশ্চিত করে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ওমান ফেরত ওই প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে একটি ঘরে একাই থাকা বা হোম কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস