মেছো বাঘের ঘরে এলো নতুন দুটি ছানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২০ মার্চ ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় বারের মতো বাচ্চা দিয়েছে মেছো বাঘ দম্পতি। বৃহস্পতিবার রাতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ২টি বাচ্চা প্রসব করে মেছো বাঘ যুগল। এর আগে ২০১৬ সালে দুইটি এবং ২০১৭ সালে ১টি বাচ্চা দেয়।

বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ২০১২ সালে উপজেলার মির্জাপুর এলাকার ধান খেত থেকে ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১টি মারা যায় এবং দুইটি বেঁচে থাকে।

তাদের থেকে প্রথম বার ২০১৬ সালে দুইটি এবং ২০১৭ সালে একটি মেছো বাঘের ছানা পাওয়া যায়। সর্বশেষ গতকাল রাতে ২টি বাচ্চা দিয়েছে। বাচ্চা দুটি সুস্থ আছে। বড় হলেই বনে অবমুক্ত করা হবে।

রিপন দে/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।