মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইনে ৩১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:১২ পিএম, ২০ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে ৩১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বেশির ভাগই বিদেশফেরত। তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ এখনও পাওয়া যায়নি।

মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৩১৭ জনের মধ্যে সদরে ২৬ জন, কুলাউড়ায় ৫২ জন, জুড়ীতে ১৯ জন, বড়লেখায় ৩২ জন, শ্রীমঙ্গলে ৮১ জন, কমলগঞ্জে ৬৫ জন এবং রাজনগরে ৪২ জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকশানা ওয়াহিদ রাহি এ তথ্য নিশ্চিত করে জানান, কোয়ারেন্টাইনে থাকা কারও শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ নেই। তারা সবাই মৌলভীবাজারের স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকির মধ্যে রয়েছেন।

তবে অভিযোগ রয়েছে, করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের অধিকাংশই জনসমাগমে ঘোরাফেরা করছেন। অনেকে বিয়ে, কেনাকাটায়ও ব্যস্ত। মানছেন না ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়মাবলী। মোবাইল কোর্ট করে অনেককে জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। জোর করে পাঠিয়ে দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনে।

এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।