পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে ৭৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২০ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থানে পটুয়াখালী জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৮ প্রবাসীকে। এ নিয়ে ১১শ’ বিদেশফেরত ভ্রমণকারী ও প্রবাসীর মধ্যে ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল জাগো নিউজকে বলেন, ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৮ জনকে নেয়া হয়েছে। এনিয়ে পটুয়াখালীতে ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। ছাড়পত্র পেয়েছেন আটজন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ইউনিয়ন-ওয়ার্ডপর্যায়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে তালিকা নিয়ে প্রত্যন্ত এলাকায় অভিযান চালাচ্ছেন। পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে সাধারণ মানুষদের সচেতন করতে জেলাব্যাপী মাইকিংসহ নানা বিষয় নিয়ে কাজ করছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে চলা যুদ্ধে জয়ী হতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, কেউ হোম কোয়ারেন্টানের ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।