প্রবাসী জামাইয়ের সংস্পর্শে আসায় আইসোলেশনে শ্বশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ মার্চ ২০২০

জয়পুরহাটের করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে (৬০) আইসোলেশনে রাখা হয়েছে। তিনি বিদেশফেরত না হলেও প্রবাসী জামাইয়ের সংস্পর্শে আসায় শুক্রবার (২০ মার্চ) তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন নওগাঁর বদলগাছি থানা এলাকার বলরামপুর গ্রামের ওই বাসিন্দা। তিনি প্রবাসী না হলেও তার প্রবাসী জামাই গত ২০-২২ দিন আগে ওমান থেকে আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের নিজ বাড়িতে আসেন। তিনি জামাইয়ের সংস্পর্শে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা বলেন, তার শরীরে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে। তিনি করোনা সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে পর্যবেক্ষণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।