করোনা প্রতিষেধকের গুজব, হোমিও চিকিৎসককে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২০ মার্চ ২০২০

নভেল করোনাভাইরাসের প্রতিষেধক আছে- এমন প্রচারপত্র বিলি করে ওষুধ সংগ্রহের আহ্বান জানানোর অভিযোগে এক হোমিওপ্যাথি চিকিৎসককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরের জার্মান হোমিও হলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট বাসুদেব কুমার মালো বিষয়টি নিশ্চিত করেন।

Khagracari-02

অভিযান শেষে তিনি জানান, হোমিও ওষুধের মাধ্যমে করোনভাইরাস প্রতিরোধ সম্ভব— এমন প্রচারপত্র বিলির মাধ্যমে তা সংগ্রহের জন্য জার্মান হোমিও হল থেকে আহ্বান জানানো হয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এমন অভিযোগে জার্মান হোমিও হলের চিকিৎসককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি এ সময় করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোরও আহ্বান জানান।

মুজিবুর রহমান ভুইয়া/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।