বিদেশ থেকে ফিরে আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি
জয়পুরহাটে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করায় জর্দানফেরত এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ মার্চ) দুপুরে সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ওই নারীকে জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।
ইউএনও মিল্টন চন্দ্র রায় বলেন, এক সপ্তাহ আগে ওই নারী দেশে ফেরেন। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তা অমান্য করে আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে হোম কোয়ারেন্টাইন মানতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি কঙ্গোফেরত দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জয়পুরহাটে বিদেশফেরত ৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা রোগীর জন্য ৩০০ বেড প্রস্তুত রাখা হয়েছে।
রাশেদুজ্জামান/এএম/এমকেএইচ