নিষেধাজ্ঞার খবর নেই, মোবাইল চোর ঘিরে হাসপাতালের সামনে ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হলেও কিশোরগঞ্জে এ নিয়ম মানা হচ্ছে না। হাসপাতালের ইনডোর-আউটডোরসহ সবখানে রয়েছে লোকসমাগম।

রোববার দুপুরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ভিড়। রোগীর বিছানায় বসে আছে বাইর থেকে আসা ৪-৫ জন। এমনটি অপারেশন থিয়েটারের আশপাশ ও গাইনি ওয়ার্ডে ছিল প্রচুর লোকসমাগম। হাসপাতালে প্রবেশে নিষাধাজ্ঞার বিষয়ে কোনো নোটিশ চোখে পড়েনি।

হাসপাতালের দোতলায় এক্স-রে, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাম ও ব্লাডব্যাংক ইউনিটের সামনে দেখা যায় বহিরাগতদের বড় জটলা। চিৎকার শুনে সেখানে গিয়ে দেখা যায়, এক নারী এক দর্শনার্থীর মোবাইল ফোন চুরির সময় আটক হয়েছেন। তাকে নিয়ে চলছে চেঁচামেচি। অথচ হাসপাতালে দর্শনার্থী প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, প্রথম দিন হওয়ায় দর্শনার্থীরা বিষয়টি না জানায় হাসপাতালে ভিড় করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন হাসপাতালের উপপরিচালক ডা. সুলতানা রাজিয়া।

তিনি বলেন, হঠাৎ করে এ সিদ্ধান্ত আসায় মানুষ বিষয়টা জানে না। আমরা হাসপাতালের মসজিদের মাইকে প্রচার, বিভিন্ন স্থানে লিফলেট লাগিয়ে দেব।

নূর মোহাম্মদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।