ময়লার স্তূপে পশুর চামড়া, ঘরে মিলল হাড়-মাথা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৩ মার্চ ২০২০
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে সুন্দরবনের বিভিন্ন প্রাণীর হাড়, দাঁত, চামড়া ও হরিণের মাথাসহ আমজাদ খান (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আমজাদ খান ৯নং সোরা গ্রামের মৃত গহর আলীর ছেলে।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ৯নং সোরার আমজাদ খানের বাড়িতে অভিযান চালায় বন বিভাগ, শ্যামনগর থানা ও বুড়িগোয়ালিনী নৌ পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল। এ সময় তার বাড়ির উঠানের ময়লার স্তূপ থেকে বিভিন্ন পশুর চামড়া এবং ঘরের ভেতর থেকে হাড়, দাঁত, হরিণের মাথাসহ আমজাদ খানকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত পশুর চামড়া ও হাড় ল্যাবে পাঠিয়ে কোনটি কোন প্রাণীর তা নিরূপণ করা হবে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।