চীনা নাগরিকের সংস্পর্শে এসে শিক্ষার্থীর শরীরে করোনার লক্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৩ মার্চ ২০২০

ঝিনাইদহের শৈলকূপায় করোনা আক্রান্ত সন্দেহে এক এইচএসসি পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাকে পাঠানো হয়।

ওই শিক্ষার্থীর বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার বড় গ্রামে। সে শৈলকূপায় নানাবাড়িতে থেকে স্থানীয় ডিগ্রী কলেজে পড়াশুনা করত।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছে ওই শিক্ষার্থী। জানতে পেরেছি সেখানে একজন চীনা নাগরিকের সংস্পর্শে ছিল সে। কয়েকদিন আগে থেকে সে ঠান্ডা-কাশিতে ভুগছিল। আজ প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে আসে। আমরা তাকে দেখে প্রাথমিকভাবে ধারণা করছি সে করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ঢাকায়া পাঠানো হচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগমকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।