করিমন উল্টে প্রাণ গেল দুইজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৩ মার্চ ২০২০
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় করিমন উল্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার গাড়াগঞ্জ তেল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাতিয়া গ্রামের ইব্রাহীমের মেয়ে মিনা (৩০) ও একই এলাকার আজাহার উদ্দিনের নাতি ছেলে হাসমত (২০)।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, মিনা ও হাসমত যশোর থেকে প্রয়োজনীয় মালামাল নিয়ে করিমনযোগে শৈলকুপায় নিজ গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে শৈলকুপার গাড়াগঞ্জ তেল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনের চাকা ভেঙে করিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনা ও হাসমতের মৃত্যু হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।