ভারতে কারফিউ জারি করায় দেশে ফিরছেন বাংলাদেশিরা
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গে কারফিউ জারি করা হয়েছে। ফলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন দিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে ভারত থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে প্রবেশ করছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ জন পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন।
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার (সিআইডি অফিস সংলগ্ন) খুরশিদ খানের ছেলে জিয়াউর রহমান (২৬)। আজ ভোমরা বন্দর দিয়ে দেশে ফিরেছেন তিনি। জিয়াউর রহমান বলেন, ভারতে কারফিউ জারির পর সব কিছু বন্ধ হয়ে গেছে। বিশেষ প্রয়োজনে গিয়েছিলাম তবে কাজ শেষ করতে না পেরে ফিরে এসেছি।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার জানান, ভারতীয় ও বাংলাদেশি উভয় দেশের নাগরিককে প্রবেশ করতে দিচ্ছে না ভারত। তবে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা দেশে প্রবেশ করতে পারছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে প্রবেশ করেছেন। তাদের হাতে ‘হোম কোয়ারেন্টাইন’ সিল মেরে আগামী ১৪ দিন বাড়িতে থাকার নির্দেশ দেয়া হচ্ছে।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম