বাগেরহাটে ৩৮ দেশ থেকে ফেরা ১১৪৫ জন হোম কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২০
প্রতীকী ছবি

বাগেরহাট জেলায় করোনাভাইরাস আতঙ্কে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের ৩৮ দেশ থেকে বাড়িতে ফেরা ৪ হাজার ২শ প্রবাসীর মধ্যে মাত্র ১১৪৫ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এছাড়া ৪৪৫ জনের হোম কোয়ারেন্টাইন নির্ধারিত সময় পূর্ণ হওয়ায় তারা সুস্থ রয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন পুলিশের দেয়া তালিকা অনুযায়ী বাগেরহাট জেলার ৯টি উপজেলায় করোনা আতঙ্কে বাড়িতে ফেরা ৪ হাজার ২শ প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলাসহ লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত বাগেরহাট জেলা কোভিড-১৯ বা করোনাভাইরাস মুক্ত রয়েছেন।

শওকত আলী বাবু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।