ইউএনও’র আহ্বানে সাড়া দিয়েছেন দুই ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৪ মার্চ ২০২০

চীন থেকে শুরু করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ সুযোগে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। কতিপয় অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়িয়ে দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না স্থানীয় প্রশাসন। এ পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের আহ্বানে সাড়া দিয়ে ৩০ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে চাল বিক্রি করছেন দুই ব্যবসায়ী।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় খাদ্যশস্য ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন ও মো. জসিম উদ্দিন ডিলারের সৌজন্যে ৩০ টাকা কেজিতে চাল পাবে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। নির্ধারিত পয়েন্ট থেকে ৩০ টাকা দরে প্রতিজন ৫ কেজি করে চাল ক্রয় করার সুযোগ পাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ গেটে ন্যায্যমূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

Khagrachari2

এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক সবুজ, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ও খাদ্য-শস্য ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমন উদ্যোগ প্রসঙ্গে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, করোনাভাইরাসের সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলেছে। দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ থাকার পরেও তারা চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে চাল পৌঁছে দিতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য স্থানীয় খাদ্য-শস্য ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন ও মো. জসিম উদ্দিন ডিলারকে ধন্যবাদও জানান তিনি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে যখন ক্রান্তিকাল চলছে তখন প্রশাসন তাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে মন্তব্য করে খাদ্য-শস্য ব্যবসায়ী মো. জুলহাস উদ্দিন বলেন, যতদিন সম্ভব আমরা নিম্নআয়ের সাধারণ মানুষের পাশে থাকবো। পাশাপাশি অন্য ব্যবসায়ীদেরও মানবিকবোধ থেকে হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ'র উদ্যোগে চড়া দামের চালের বাজারে ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পেরে খুশি নিম্নআয়ের শ্রমজীবী মানুষ এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান। তারা ন্যায্যমূল্যে চাল দেয়ার পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখারও দাবি জানান।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।