অতিরিক্ত পণ্য মজুত করায় মুদি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৫ মার্চ ২০২০

নাটোরের গুরুদাসপুরে অতিরিক্ত পণ্য মজুতের দায়ে এক মুদি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ আল আরেফিন এ জরিমানা করেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, করোনা আতঙ্কের সুযোগে যাতে পণ্যের মূল্য না বাড়ে সে কারণে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করছেন। তারই অংশ হিসেবে দুপুরে চাঁচকৈড় বাজারে মদন কুন্ডুর দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ আল অরেফিন অভিযান চালান।

সেখানে তিনি চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় প্রায় ৫০ মেট্রিক টনের বেশি পণ্য মজুত দেখতে পান। এ সময় অতিরিক্ত পণ্য মজুত রাখার অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মদন কুন্ডুকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।