দোকান খোলা রাখায় মেহেরপুরে ৬ ব্যবসায়ীকে জরিমানা
করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাবেশ ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে দোকান খোলা রাখায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন বাজারের ৬ ব্যবসায়ীকে ১৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি দিনব্যাপী এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, আইন অমান্য করে দোকানপাট খোলা রাখায় উপজেলার আনন্দবাস বাজারের সাদিকুলের কাছ থেকে এক হাজার টাকা, ঢোলমারী বাজারের জোহান মন্ডলের কাছ থেকে এক হাজার টাকা ও রাজু জুয়েলার্সের গোলাম মোর্তজার কাছ থেকে ৫ হাজার টাকা, কোমরপুর বাজারের রোজ ফার্নিচারের মাসুদের কাছ থেকে ৫ হাজার টাকা, কেদারগঞ্জ বাজারের চুয়াডাঙ্গা ফার্নিচারের মামুনের কাছ থেকে ৫ হাজার টাকা ও শিবপুর বাজারের সুইটের কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আসিফ ইকবাল/এফএ/এমএস