পুলিশের সহযোগিতায় পোল্ট্রি সংক্রান্ত সকল গাড়ি চলাচল করবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৭ মার্চ ২০২০

সরকারি নির্দেশনায় বাজার ঘাট এবং পরিবহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরাঞ্চলের বৃহত্তর পোল্ট্রি শিল্প। গাড়ি না চলায় এক লাফে মুরগির দাম কমেছে কেজিতে ২০ টাকা আর ডিম হালিতে ১০ টাকা। একদিনের বাচ্চার দাম এখন নেমে এসেছে ৫ টাকায়। এতে হ্যাচারি মালিক এবং খামারিদের বড় লোকসান গুনতে হচ্ছে।

এ সমস্যাকে সামনে রেখে শুক্রবার দুপুরে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব, ব্যবসায়ী নেতা আবু বক্কর সোহাগ প্রমুখ।

খামারি আর হ্যাচারি মালিকদের কথা বিবেচনা করে ও দেশের মাংসের চাহিদা পূরণ করতে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঘোষণা করেন, পোল্ট্রি সংক্রান্ত সকল গাড়ি নির্বিঘ্নে চলাচল করার জন্য পুলিশের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হবে। কোথাও গাড়ি বাধাপ্রাপ্ত হলে আমাদেরকে জানালে তাৎক্ষণিক বিশেষ ব্যবস্থা নেয়া হবে। পুলিশের এ বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পোল্ট্রি ব্যবসায়ীরা।

রাশেদুজ্জামান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।