বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনা সংক্রমণ প্রতিরোধে ১০ দিন ছুটি ঘোষণা করায় ঝিনাইদহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবই বন্ধ রয়েছে। শহরের রাস্তাঘাট ফাঁকা। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব ও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে টহলের পাশাপাশি মাইকিং করে সতর্কতামূলক ক্যাম্পেইন অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে শহরে টহল শুরু করে সেনাবাহিনী। এ সময় শহরের পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, বাস টার্মিনাল এলাকায় মাইকিং করে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানায় তারা।

এছাড়া জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছে সেনাবাহিনী। দোকানপাট ও মানুষের চলাচল বন্ধ থাকায় বদলে গেছে শহরের চিরচেনা দৃশ্য।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।