প্রবাসী নুরু ছৈয়ালকে আতঙ্ক মনে করছে এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৭ মার্চ ২০২০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনের নিয়ম কানুন মানছেন না। অভিযোগ রয়েছে তিনি দেশে ফেরার পর থেকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে থেকেছেন তার স্ত্রীর সঙ্গে। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের চাকধ পাইট্রার মোড় এলাকার বাসিন্দা নুরু ছৈয়াল ইতালি থেকে ছুটিতে দেশে ফিরেছেন গত ১৪ মার্চ। তিনি ইতালির রোম শহরে একটি রেস্টুরেন্টে কাজ করেন।

গতকাল বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে দেশে ফিরে আসা প্রবাসীদের খোঁজখবর নিতে গিয়ে কথা হয় ইতালি প্রবাসী নুরু ছৈয়ালের সঙ্গে। তিনি জানান, ১৪ মার্চ শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছলে সরকারিভাবে বিআরটিসি গাড়িতে করে হজ্ব ক্যাম্পে নিয়ে যায় তাকে। তার সঙ্গে অন্যান্য জেলার ৩২ জন ছিলেন। সেখানে পরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়। তবে বিমানবন্দরে তাকে কেউ ঘর বন্ধের কথা বলেনি।

তিনি জানান, বাড়িতে পৌঁছে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে চেয়েছেন তিনি। কিন্তু তার স্ত্রীর কথায় ১৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত স্বামী-স্ত্রী এক সঙ্গেই থেকেছেন। স্ত্রী তাকে বলেছেন, মরলে এক সঙ্গেই মরবো, তোমার একা থাকার দরকার নাই। আমার সাথেই থাকো। তাই এক সাথে আছি।

ভূমখাড়া ইউপি সদস্য জসিম ঢালী বলেন, যারা বিদেশফেরত তারা ১৪ দিন একা একটি রুমে থাকবে। যাকে হোম কোয়ারেন্টাইন বলে। এ ব্যাপারে মসজিদ ও এলাকায় মাইকিং করে বলা হয়েছে। কিন্তু অনেকেই এ আইন মানছেন না। আমাদের এলাকার নুরু ছৈয়াল ইতালি থেকে এসে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে তার স্ত্রীর সঙ্গে থাকছে বলে শুনেছি এবং লোকমুখে শুনেছি সে বাইরে ঘুরাফেরা করে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর আমরা ওই বাড়িতে যাই এবং তাকে বাড়িতেই পাই। সে যাতে বাহিরে ঘুরাফেরা না করে এ ব্যাপোরে তাকে সর্তক করে দিয়ে আসি।

ছগির হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।